জাতিসংঘের আসন্ন ৮১তম সাধারণ অধিবেশনের সভাপতিত্ব নিয়ে বাংলাদেশ ও ফিলিস্তিন মুখোমুখি অবস্থানে নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দোহায় অনুষ্ঠিত জরুরি আরব-ইসলামিক সম্মেলন থেকে ফিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।পররাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতিসংঘের সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থিতা বহাল রয়েছে এবং ফিলিস্তিন অনেক পরে এই নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে।তিনি বলেন, ‘পত্রিকায় লেখা হয়েছে বাংলাদেশ ফিলিস্তিনের মুখোমুখি। তবে হেডলাইন লেখা উচিত ছিল, ফিলিস্তিন বাংলাদেশের মুখোমুখি। কেননা, চার বছর আগে আমরা প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছিলাম।’মো. তৌহিদ হোসেন বলেন, ‘আমাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার কথা ছিল সাইপ্রাসের। তবে ফিলিস্তিন অনেক পরে এতে যোগ দেয়। তারা আমাদের সঙ্গে যোগাযোগও করেনি। যোগাযোগ করাটা স্বাভাবিক ছিল।’কাতারে ইসরায়েলি হামলার ঘটনায় দোহায় অনুষ্ঠিত জরুরি আরব-ইসলামিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়েও কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি...