জুলাই সনদের আইনি-ভিত্তি প্রদান এবং সে অনুযায়ী আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসহ ৭ দফা দাবিতে যুগপৎ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২ টায় মারকাজুল খেলাফত কামরাঙ্গীরচর মাদ্রাসায় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে দলের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী ৭ দফা দাবিসহ কর্মসূচি ঘোষণা করেন।দাবিগুলো হচ্ছে: জুলাই সনদের ভিত্তিতে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। নির্বাচনে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে মাঠে নামাতে হবে। শাপলা গণহত্যা ও ২০২৪ এর গণহত্যাসহ ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার দ্রুত দৃশ্যমান করতে হবে। বিগত ২৪ এর আন্দোলনকারীদের মতো শাপলা শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা ও আহতদের সুচিকিৎসাসহ রাষ্ট্রীয় সকল সুযোগ-সুবিধা দিতে হবে। বিগত সরকারগুলোর আমলে দেশ থেকে বিদেশে পাচার করা...