অবশেষে ইসরায়েলের বিরুদ্ধে গাজায় 'গণহত্যা' চালানোর অভিযোগ এনেছেন জাতিসংঘের তদন্ত কমিশনও। ফিলিস্তিনিদের ধ্বংস করার উদ্দেশ্যেই এই গণহত্যা চালানো হচ্ছে উল্লেখ করে প্রতিবেদনে সরাসরি ইসরায়েলের প্রধানমন্ত্রী ও অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের দায়ী করা হয়েছে এতে উসকানি দেওয়ার জন্য। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য। জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের (সিওআই) প্রধান নাভি পিল্লাই এএফপিকে বলেন, গাজায় গণহত্যা সংঘটিত হচ্ছে এবং তা এখনো চলছে। এর পুরো দায় ইসরায়েল রাষ্ট্রের। গাজার দুই বছর ধরে চলমান ইসরায়েলি ধ্বংসযজ্ঞের মধ্যে ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার পরিস্থিতি তদন্তের দায়িত্বপ্রাপ্ত এই কমিশন এ প্রতিবেদন দিল। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে হামাস হামলা চালানোর পর গাজায় প্রবল আগ্রাসন শুরু হয়। প্রায় দুই বছর ধরে চলমান এ আগ্রাসনে সেখানে প্রায় ৬৫ হাজার মানুষ নিহত হয়েছেন।...