কুষ্টিয়ার মিরপুর উপজেলায় একটি মন্দিরে দুর্গা পূজার প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ সময় ভাঙচুরকারীরা মন্দিরের সিসি টিভি ক্যামেরাও নিয়ে যায়। মন্দির কমিটির নেতারা জানান, সরস্বতী ও কার্তিকের মাথা ও হাত এবং ময়ূর ভাঙা হয়েছে। মিরপুর থানার ওসি শেখ মোমিনুল ইসলাম মঙ্গলবার বলেন, রোববার রাতে উপজেলার পোড়াদহ ইউনিয়নের স্বরূপদহ পালপাড়া শ্রীশ্রী রক্ষাকালী মন্দিরের প্রতিমা ভাঙচুর করা হয়। ঘটনার পর জেলা প্রশাসন, পুলিশ, র্যাব, সেনাবাহিনীর সদস্য ও রাজনৈতিক দলের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পূজায় নিরাপত্তার আশ্বাস দিয়েছেন। ঘটনার প্রত্যক্ষদর্শী মন্দিরের পাশের বাসিন্দা শীলা রানী বলেন, “রোববার রাত ৮টার দিকে হুট কইরে একবার কারেন্ট (বিদ্যুৎ) চইলে যায়। সে সময় গরম লাগায় আমি জানালা খুলি। তখনি অন্ধকারে মন্দিরের ভিতর থেকে কয়েকজন দৌড়ে পালিয়ে যায়। আমি জানালা না খুললে হয়ত ওরা সবগুলি প্রতিমাই...