দুই নায়িকার অতিথি হয়ে হাজির হবেন দুই নায়ক। সেই দুই নায়িকা হলেন কাজল ও টুইঙ্কেল খন্না। বলিউডে প্রথমবারের মতো একসঙ্গে সঞ্চালনায় আসছেন তারা। তাদের নতুন টকশো ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’র ট্রেলার প্রকাশ পেয়েছে। আর সেটি দেখেই চমকে গেছেন ভক্তরা। কারণ, দীর্ঘদিন পর সালমান খান ও আমির খানকে একসঙ্গে দেখা যাবে কোনো আড্ডার অনুষ্ঠানে। তারা আসবেন তাদের ছবিরই দুই নায়িকার অতিথি হয়ে। শুধু তাই নয়, এই শো-তে হাজির হবেন বরুণ ধাওয়ান-আলিয়া ভাট, জাহ্নবী কাপুর-করন জোহর, গোবিন্দা, ভিকি কৌশলসহ আরও অনেক তারকা। প্রকাশিত ট্রেলারে দেখা গেছে, অতিথিরা থাকবেন একেবারেই খোলামেলা। তাদের মধ্যে পুরোনো স্মৃতি, ভেতরের গল্প, মজার ঘটনা আর ব্যক্তিগত অভিজ্ঞতা উঠে আসবে অনাবৃতভাবে। ঝলকেই হাসির খোরাক মিলেছে দর্শকদের, পুরো এপিসোড যে বিনোদনে ভরপুর হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই।...