বরগুনার আমতলী উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোর্ট পরিদর্শক বশির আলমসহ ৬ পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। পরে তাদের পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। দায়িত্ব পালনে অনিয়ম ও আসামির প্রতি বেআইনি সুবিধা প্রদানের অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়।সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে তাদের পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। একই সাথে এ ঘটনার তদন্তে একটি কমিটিও গঠন করা হয়েছে।বরগুনা জেলা পুলিশ সূত্রে জানা গেছে, আমতলী উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পুলিশ ব্যারাকে পুলিশের বিছানায় বসে গ্রেপ্তার পৌর যুবলীগের সভাপতি আরিফ-উল হাসানকে ভাত খাওয়ানোর দৃশ্য নিয়ে সংবাদ পরিবেশিত হলে এ ব্যবস্থা নেওয়া হয়।ওই ভিডিওতে যুবলীগ নেতা আরিফ-উল হাসানের সঙ্গে পুলিশ ব্যারাকের মধ্যে দুজন নারী, দুজন পুরুষ এবং এক শিশুকে দেখা যায়। এ ছাড়া তাদের সাথে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোর্ট পরিদর্শক বশির...