পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, পত্রিকায় হেডলাইন হয়েছে— জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশ ও ফিলিস্তিন মুখোমুখি। এটা লেখা উচিত ছিল— ফিলিস্তিন বাংলাদেশের মুখোমুখি। কারণ, আমরা অনেক আগে প্রার্থী দিয়েছি। তিনি বলেন, মূলত আমাদের প্রতিযোগিতা ছিল সাইপ্রাসের সঙ্গে। অনেক পরে ফিলিস্তিন এখানে যোগ দিয়েছে। আমাদের সঙ্গে যোগাযোগও করেনি এই বিষয়ে, যেটা সাধারণত করা স্বাভাবিক ছিল। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, জাতিসংঘের সভাপতি পদে নির্বাচনের কথা তো চার বছর আগে বলা হয়েছে। এই সরকারের আমলে সেখানে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। এটা বড় অদ্ভুত ব্যাপার, আমাদের সাংবাদিকরা এভাবে কেন সামনে আনেন, আমি জানি না। কাতার সফর প্রসঙ্গে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগেই কিন্তু হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ...