১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৭ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫১ পিএম ফরিদপুরের ভাঙ্গায় চলমান আন্দোলনকে কেন্দ্র করে ফ্যাসিস্টরা ঢুকে সহিংসতা চালিয়েছে বলে দাবি করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, এদের চিহ্নিত করে দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করতে নির্দেশ দেয়া হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) ভাঙ্গা থানা প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ডিআইজি রেজাউল করিম বলেন, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের নিরাপত্তার বিষয়ে আমরা কথা বলেছি। ফরিদপুরের ডিসির সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষা, সহিংসতা ও জনগণের শান্তির বিষয়ে কথা বলেছি। সড়কে যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন, তাদের সঙ্গে কথা বলে বিশেষ নির্দেশনা দিয়েছি। তারা যা যা করার প্রয়োজন তাই করবেন। সোমবারের সহিংসতার ঘটনায় ৪ থেকে ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। তিনি আরও বলেন, সাধারণ জনগণ যাতে নিরাপদে থাকতে...