অস্কারজয়ী এই নির্মাতা-অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছে তাঁর পরিবার। জানা যায়, ঘুমের মধ্যেই মারা গেছেন তিনি। ‘বাচ ক্যাসিডি অ্যান্ড দ্য সানড্যান্স কিড’ ও ‘অল দ্য প্রেসিডেন্টস ম্যান’-এর মতো চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে খ্যাতি অর্জন করেন রেডফোর্ড। পরবর্তীকালে হয়ে ওঠেন স্বাধীন চলচ্চিত্রের একজন কিংবদন্তি। রাজনীতি ও পরিবেশগত বিভিন্ন বিষয়েও সোচ্চার ছিলেন তিনি। ১৯৮০ সালে প্রথম সিনেমা ‘অর্ডিনারি পিপল’র জন্য সেরা পরিচালক হিসেবে অস্কার লাভ করেন রবার্ট রেডফোর্ড। ১৯৩৬ সালের ১৮ আগস্ট ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকায় জন্ম এই কিংবদন্তির। আমেরিকান একাডেমি অব ড্রামাটিক আর্টসে পড়াশোনা শেষে তিনি ১৯৫৯ সালে ‘টেল স্টোরি’ নাটকের মাধ্যমে টেলিভিশন জগতে আত্মপ্রকাশ করেন। ১৯৬৩ সালে ‘বেয়ারফট ইন দ্য পার্ক’ নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেন, যা ১৯৬৭ সালে চলচ্চিত্রে রূপান্তরিত হয়। সত্তর দশকে হলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা ছিলেন রবার্ট রেডফোর্ড। ১৯৭৩...