কাতারের সার্বভৌম ভূখণ্ডে ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এই হামলাকে শুধু কাতারের ওপরই নয়, বরং সমগ্র মুসলিম উম্মাহর মর্যাদার প্রতি এক অবমাননাকর আক্রমণ বলে অভিহিত করা হয়েছে। সোমবার কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত এক জরুরি আরব-ইসলামিক শীর্ষ সম্মেলনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ অভিমত ব্যক্ত করেন। তিনি ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের অটল সমর্থন পুনর্ব্যক্ত করার পাশাপাশি ইসরায়েলকে এই আগ্রাসনের জন্য জবাবদিহির আওতায় আনা এবং অবিলম্বে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধের দাবি জানান। তৌহিদ হোসেন তার বক্তব্যে বলেন, কাতারের সার্বভৌম ভূখণ্ডে অকারণ ও অযৌক্তিক ইসরায়েলি আক্রমণ সমগ্র মুসলিম উম্মাহর মর্যাদার প্রতি অবমাননাকর। বাংলাদেশ এ হামলাকে ইসরায়েলের একটি বেপরোয়া অভিযানের অংশ হিসেবে দেখে, যা জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক মানবিক আইন এবং বারবার পাস হওয়া জাতিসংঘের প্রস্তাবগুলোকে সম্পূর্ণ অবজ্ঞা করছে।...