১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০২ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০২ পিএম টি-টোয়েন্টি ফরম্যাটে প্রথমবারের মত দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নামছে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড। তিন ম্যাচের সিরিজে মুখোমুখি হবে দু’দল। আয়ারল্যান্ডের ডাবলিনে সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায়। টি-টোয়েন্টি ফরম্যাটে দু’বার মুখোমুখি হয়েছে ইংল্যান্ড-আয়ারল্যান্ড। দু’বারই বিশ্বকাপের মঞ্চে। ২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এবং ২০২২ সালে অস্ট্রেলিয়ায়। ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে ইংল্যান্ড-আয়ারল্যান্ড ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। আর অস্ট্রেলিয়ায় বৃষ্টি আইনে ইংল্যান্ডকে ৫ রানে হারিয়ে ইতিহাস গড়েছিল আইরিশরা। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি দিয়ে রেকর্ড গড়তে যাচ্ছেন ইংল্যান্ড অধিনায়ক ২১ বছর বয়সী জ্যাকব বেথেল। এখনও এই রেকর্ডের মালিক মন্টি বাউডেন। ১৯৮৮/৮৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপ টাউন টেস্টে ২৩ বছর ১৪৪ দিন বয়সে ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন...