১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৫ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৫ পিএম জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানসহ পাঁচ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) পুরানা পল্টনস্থ বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, দেশ জাতির স্বার্থেই এ দাবিগুলো বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদের ভিত্তিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। অন্যথায় নির্বাচন গ্রহণযোগ্য হবে না। এক্ষেত্রে আমরা সাংবিধানিক আদেশ এবং গণভোটের প্রস্তাব করছি। নিন্মকক্ষে নয়; উচ্চকক্ষে পি আর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। আওয়ামী দোসর ও আধিপত্যবাদী ভারতীয় এজেন্ট জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দলের মহাসচিব মাওলাপনা মুসা বিন ইযহার। এতে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ নেজামে ইসলাম...