রাজধানীর কোতয়ালী থানাধীন বাবু বাজার ও মিটফোর্ড এলাকায় নকল ও ভেজাল ওষুধ বিক্রির দায়ে বিভিন্ন ব্যবসায়ীকে ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এসময় বিপুল পরিমাণ নকল ওষুধ জব্দ ও ধ্বংস করা হয়। মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত র্যাব সদরদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে র্যাব-১০ ও পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। এদিন সন্ধ্যায় র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এসব তথ্য নিশ্চিত করেন। র্যাব জানায়, দোষী সাব্যস্তদের মধ্যে মো. আলী হোসেনকে ৩০ হাজার টাকা, রাশেদুল হাসানকে ২০ হাজার টাকা, সাজিদুর রহমানকে ১০ হাজার টাকা, মো. শাহজাহানকে ৫০ হাজার টাকা, সুব্রত সরকারকে ৫০ হাজার...