কুমিল্লার লালমাইতে দুলাল হোসেন (৩৫) হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ৭ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে মোট ৯ জনকে গ্রেপ্তার করা হলো। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ র্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত দুলাল কুমিল্লার আদর্শ সদর উপজেলার ভল্লবপুর গ্রামের জব্বর মালের ছেলে। জানা যায়, গত ১০ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় কুমিল্লার লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের পেরুল উত্তর পাড়া মিয়াজী বাড়ি সংলগ্ন এলাকা থেকে লাকসাম রেলওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় ওই রাতেই মৃতের স্ত্রী নাছিমা বেগম বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধ হত্যা মামলা দায়ের করেন।গ্রেপ্তাররা হলেন- জেলার দেবিদ্বার উপজেলার চুলাস গ্রামের...