টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসর অনুষ্ঠিত হবে আগামী বছর। আফগানিস্তান এখন থেকেই সেই বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি শুরু করে দিয়েছে। বিশ্বকাপে সাফল্যের লক্ষ্য নিয়ে আফগানিস্তানকে আরও এগিয়ে যেতে চ্যালেঞ্জ নির্ধারণ করে দিলেন দলটির প্রধান কোচ জোনাথন ট্রট। ২০২২ সালে দায়িত্ব নেওয়ার পর থেকে ট্রট আফগানিস্তানকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন। গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার ঐতিহাসিক সাফল্যও এসেছে তার হাত ধরে। এবারও এশিয়া কাপে ভালো করার পাশাপাশি তিনি চান দলটি যেন ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য-২০২৬ সালের বিশ্বকাপে আরও বড় সাফল্য অর্জন করে। এশিয়া কাপে আজ (মঙ্গলবার) কিছুক্ষণ পর আবুধাবিতে বাংলাদেশের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে ট্রট বলেন, ‘আমাদের দলে আত্মবিশ্বাস বাড়ছে। আমি যখন থেকে দায়িত্ব নিয়েছি, তখন থেকে বেশ কিছু স্মরণীয় মুহূর্ত এসেছে। যেমন ২০২৩ সালে বাংলাদেশকে তাদের ঘরের মাঠে ওয়ানডে...