কুমিল্লার আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি এম. হাসান ও লালমনিরহাটের আজকের পত্রিকার জেলা প্রতিনিধি খোরশেদ আলম সাগরের নামে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন (কেজিইউজে)। মঙ্গলবার দুপুরে কেজিইউজের সদস্য সচিব মনোয়ার হোসেন লিটনের নেতৃত্বে কুড়িগ্রাম জেলা শহরের কলেজ মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলা ও উপজেলার সাংবাদিকদের পাশাপাশি সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন কেজিইউজের যুগ্ম আহ্বায়ক ও প্রতিদিনের বাংলাদেশ এর জেলা প্রতিনিধি রাশিদুল ইসলাম। তিনি বলেন,“এম. হাসান ও খোরশেদ আলম সাগরের নামে দায়ের করা মামলা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। আমরা এর তীব্র নিন্দা জানাই। অতীতেও সাংবাদিকদের হয়রানি করতে মিথ্যা মামলা করা হয়েছিল, এখনো করা হচ্ছে। আমরা এসব হত্যাকাণ্ড ও মিথ্যা মামলার সুষ্ঠু বিচার চাই এবং অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি...