আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের রোবটিক্স, প্রোগ্রামিং এর মতো বিষয়ে দক্ষতা বাড়ানোর জন্য সরকারি বেসরকারি উদ্যোগ প্রয়োজন। দেশের উপকূলের মেয়েদের বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় উদ্বুদ্ধ করতে পরিচালিত স্টেম এন্ড আইসিটি স্কিলস ফর দ্যা গার্লস অফ কোস্টাল এরিয়া প্রকল্পের ফলাফল পর্যালোচনা ও অভিজ্ঞতা বিনিময় সভায় এই অভিমত ব্যক্ত করেছেন আলোচক ও অতিথি বৃন্দ। গত ১৩ সেপ্টেম্বর ঢাকার একটি হোটেলে এই সভার আয়োজন করে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক। প্রকল্পটির পৃষ্ঠপোষক মালালা ফান্ড। এ সভার মূল উদ্দেশ্য ছিল উপকূলীয় অঞ্চলে মেয়েদের স্টেম শিক্ষায় অংশগ্রহণ ও দক্ষতা বৃদ্ধির প্রভাব তুলে ধরা এবং ভবিষ্যৎ কার্যক্রমের টেকসই উন্নয়ন পরিকল্পনার উপর আলোকপাত করা। প্রকল্পটি গত তিন বছরে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার তিনটি উপজেলার ছয়টি মাধ্যমিক বিদ্যালয়কে কেন্দ্র করে প্রযুক্তিভিত্তিক দক্ষতা উন্নয়ন সহ বিভিন্ন...