দুই বছর আগে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা বিস্ফোরকদ্রব্য আইনের আরেকটি মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৬৭ জনকে অব্যাহতি দিয়েছে আদালত। আসামিদের অব্যাহতির সুপারিশ করে পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন । মির্জা ফখরুলের আইনজীবী জাকির হোসেন জুয়েল এ তথ্য দিয়েছেন। ২০২৩ সালের ২৮ অক্টোবর নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের একদফা দাবিতে বিএনপির মহাসমাবেশ ঘিরে সংঘাতের ঘটনায় ৩১ অক্টোবর রমনা মডেল থানায় এই মামলা করা হয়। মামলাটি তদন্ত করে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পেয়ে গত বছরের ২১ সেপ্টেম্বর আসামিদের অব্যাহতির সুপারিশ করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। বিস্ফোরক দ্রব্য আইনের এই মামলায় অন্য যাদের অব্যাহতি দেওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছেন-বিএনপির স্থায়ী...