ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে যাত্রীবেশে ল্যাগেজ ভর্তি করে অবৈধ কারেন্ট জাল পরিবহনের সঙ্গে জড়িত চক্রের এক সদস্যকে আটক করেছে প্রশাসন। তার কাছ থেকে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বরিশালের হিজলা উপজেলার বড় জালিয়া ইউনিয়নের খুন্না বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ল্যাগেজ পার্টির সদস্য সাইদুল ইসলামকে (৩০) আটক করা হয়। এ সময় তার ব্যাগ থেকে বিশেষ কৌশলে আনা ৩৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। আটক সাইদুল ওই এলাকার সোমেদ রাড়ীর ছেলে। তাকে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে। তিনি আরও জানান, সম্প্রতি একটি চক্র প্রশাসনের নজর এড়িয়ে যাত্রীবেশে ল্যাগেজ ভর্তি করে ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে...