শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন পদ্মা নদীতে বিলীন হয়ে গেছে। এ ছাড়া বিলীন হয়ে গেছে বিদ্যালয়ের ৩০ শতাংশ জমিও। বিদ্যালয়ের একমাত্র ভবনটি নদীতে বিলীন হওয়ায় বন্ধ রয়েছে পাঠদান কার্যক্রম। সোমবার বিকালে উপজেলার কাচিকাটা ইউনিয়নের ১৫১ নম্বর উত্তর মাথাভাঙা মান্নান সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি নদীতে ধসে যায় বলে জানান ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু আবদুল্লাহ খান। ভেদরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় জানিয়েছে, কাচিকাটা ইউনিয়নের বেশিরভাগ অংশ পদ্মা নদীর চরে অবস্থিত। এর একদিকে মুন্সীগঞ্জ ও আরেক দিকে চাঁদপুর জেলা। এলাকাটির চারপাশ দিয়ে পদ্মা নদী প্রবাহিত হয়েছে। ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর মাথাভাঙা চরবানিয়াল গ্রামে প্রায় চারশত পরিবারের বসবাস। গ্রামটিতে কোনো প্রাথমিক বিদ্যালয় ছিল না। ২০১৭ সালে একটি বিদ্যালয় স্থাপন করে সরকার। পরের বছর ২০১৮ সাল থেকে...