বাংলাদেশের হাই-টেক পণ্য উৎপাদন খাতে এক নতুন মাইলফলক অর্জিত হয়েছে। দেশের শীর্ষ ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্যের ব্র্যান্ড ওয়ালটন প্রথমবারের মতো আমেরিকায় রপ্তানি শুরু করেছে মাদারবোর্ড (পিসিবি ও পিসিবিএ)। ওয়ালটনের তৈরি এই বিশ্বমানের মাদারবোর্ডগুলো আমেরিকায় তৈরি অত্যাধুনিক গানশট শনাক্তকরণ ও জরুরি উদ্ধারকাজ পরিচালনা সিস্টেমের সিকিউরিটি ডিভাইসে ব্যবহৃত হবে। এই ঐতিহাসিক মুহূর্তকে উদযাপন করতে সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জানানো হয়, বিশ্বের ৫০টিরও বেশি দেশে ‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত পণ্য রপ্তানি করা ওয়ালটন প্রাথমিকভাবে আমেরিকার উইসকনসিন প্রদেশে অবস্থিত তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান সেফপ্রো টেকনোলজিস ইনকরপোরেশনের কাছে প্রায় দুই হাজার ৫০০ পিসের বেশি মাদারবোর্ড রপ্তানি করছে, যার মূল্য প্রায় ২.৫ মিলিয়ন বাংলাদেশি টাকার সমপরিমাণ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে...