সমস্যাগ্রস্ত পাঁচটি শরিয়াভিত্তিক বেসরকারি ব্যাংক একীভূত করে নতুন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। মঙ্গলবার বিকেল ৩টায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ বোর্ড সভায় এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি একীভূত ব্যাংকে একজন প্রশাসক এবং তার সহায়তায় আরও চারজন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। মূল লক্ষ্য হলো আমানতকারীদের অর্থ সুরক্ষিত রাখা এবং ব্যাংক খাতে জনগণের আস্থা পুনঃস্থাপন। সরকারি সিদ্ধান্ত অনুসারে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও এক্সিম ব্যাংক একীভূত হয়ে নতুন রাষ্ট্রায়ত্ত ব্যাংক গঠন করবে। এর সম্ভাব্য নাম দেওয়া হয়েছে ‘ইউনাইটেড ইসলামী ব্যাংক’। কেন্দ্রীয় ব্যাংক শিগগিরই নতুন ব্যাংকের জন্য লাইসেন্স ইস্যু করবে। একীভূত হওয়ার পর বিদ্যমান পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পরিচালক...