১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৭ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৭ পিএম ব্যক্তিগত কারণ উল্লেখ করে পদত্যাগ করলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক। তিনি বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসে কর্মরত ছিলেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এ পদত্যাগপত্র জমা দিয়েছেন মেজবাউল হক। যা আগামী ১৪ অক্টোবর থেকে কার্যকর করা হবে। তবে, সরকারের পক্ষ থেকে মেজবাউল হককে জোরপূর্বক অপসরণের কথা জানিয়ে গভর্নরকে চিঠি দেওয়া হয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। জানা গেছে, রিজার্ভ চুরির ঘটনায় মেজবাউল হকের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার পর তাকে বাধ্যতামূলক অবসরের নির্দেশ দেয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি)। তাকে পদত্যাগের জন্য চিঠি ইস্যু করা হয়। বিশ্বকর্মা পূজার কারণে আখাউড়া স্থলবন্দরে বন্ধ থাকবে বাণিজ্য টেকনাফে কিশোরকে অপহরণ করে মুক্তিপণ দাবি, অপহৃত কিশোর উদ্ধার রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সাত দফা দাবিতে...