১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৮ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৮ পিএম চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতাদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকাল ৪টায় উপজেলার শিকলবাহা প্রধান কার্যালয়ের হলরুমে সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা আমীর মনির আবছার চৌধুরী সভার সভাপতিত্ব ও সঞ্চালনা করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন উপজেলা পূজা কমিটির সভাপতি রূপেন চৌধুরী ও সাধারণ সম্পাদক রাজীব শীল। এছাড়া জামায়াত নেতা অ্যাডভোকেট মুহাম্মদ হারুন, মোহাম্মদ ইলিয়াছ মেম্বার, মোহাম্মদ মুছা মেম্বার, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ আক্কাসসহ অন্যান্য নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় উভয়পক্ষ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার...