১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৭ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫১ পিএম জাপানে জনশক্তি প্রেরণের বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জাপান সেল বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে। আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রেরিত চিঠিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানায় গত ০৩ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত (উপদেষ্টা পদমর্যাদা) লুৎফে সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত জাপানে জনশক্তি প্রেরণের বিষয়ে ৩য়সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। এসব সিদ্ধান্তে বলা হয়, “জাপান সেল-এর কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারির মাধ্যমে ফেসবুক পোস্ট (প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং জাপানস্থ রাষ্ট্রদূতের কোটেশনসহ) দেবার উদ্যোগ নিতে হবে, যা প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত হবে”। এমতাবস্থায়, উপর্যুক্ত সিদ্ধান্তের আলোকে জাপান শ্রমবাজার সম্প্রাসরণে “জাপান সেল” এর কার্যক্রম...