দলীয় ‘সহযোগিতা না পেয়ে’ পদত্যাগ করলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়ক শামীমা সুলতানা মায়া। কেন্দ্রীয় কমিটিতে লিখিত অভিযোগ জমা দিয়েও কোনো প্রতিকার না পাওয়ায় তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী নগরের সাহেব বাজার জিরো পয়েন্টে জলিল বিশ্বাস মার্কেটের সিঁড়িতে দাঁড়িয়ে সাংবাদিকদের সামনে তিনি এই পদত্যাগের ঘোষণা দেন। দলীয় প্রধানের কাছে পাঠানো পদত্যাগপত্রে মায়া বলেন, ‘আমি কাউকে আঘাত করতে চাই না কিংবা সরাসরি কোনো অভিযোগ তুলতে চাই না। তবে সত্য হলো আমি আমার বিবেক, সততা এবং নীতিকে কোনোভাবেই বিসর্জন দিতে চাই না’ তিনি উল্লেখ করেন, গত আগস্টে বেশ কিছু অভিযোগ লিখিত আকারে জমা দিলেও কোনো প্রতিকার পাননি। ফেসবুকে আওয়ামী লীগ নেতা এএইচএম খায়রুজ্জামান লিটন ও তার স্ত্রীর সঙ্গে তোলা ছবি...