রাজউকের সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. ছিদ্দিকুর রহমান সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান। রাজউকের সাবেক এই চেয়ারম্যানের বিরুদ্ধে বিপুল পরিমাণ জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।আকতারুল ইসলাম জানান, রাজউকের সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. ছিদ্দিকুর রহমান সরকার রাজউকের চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়-বহির্ভূত ৩৬ কোটি ১৫ লাখ ৯৭ হাজার ৬৮৫ টাকার সম্পদ অর্জন ও দখলে রেখেছেন।এছাড়াও তিনি তার নামে থাকা ৩৮টি ব্যাংক হিসাবের মাধ্যমে ১৫১ কোটি ৩১ লাখ ২১ হাজার ৯৫৭ টাকা এবং তার মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের নামে থাকা ১৯টি ব্যাংক হিসাবের মাধ্যমে আরও ২৬ কোটি ২৭ লাখ ৫ হাজার ৬৭৪ টাকাসহ মোট ১৭৭ কোটি ৫৮ লাখ...