রোববার এমন ‘ভূতূড়ে’ বিল হাতে পেয়ে অবাক হয়ে যান রিয়া। সঙ্গে সঙ্গে তার শ্বশুর পিডিবির কুমিল্লা বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-১ শাসনগাছা কার্যালয়ে যান। বিদ্যুৎ কর্তৃপক্ষ জানায়, অন্য একজনের বিল তার কাছে চলে গেছে। বিলটি সংশোধন করে দেওয়া হবে। নগরীর দুই নম্বর ওয়ার্ডের ছোটরা কলোনির পশ্চিম গেটের এলাচি বাড়ির বাসিন্দা রিয়া। তিনি বলছিলেন, “সাড়ে চার বছর আগে তাদের দুই কক্ষের বাসাটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। তখন বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের জন্য লিখিত আবেদন করেন। তখন তারা বিদ্যুৎ বিচ্ছিন্ন করেন। তবে মিটারের জন্য প্রতি মাসে ৪০-৪৫ টাকা করে বিল দিতে হয়। তিনি বলেন, “চলতি বছর বাড়ি পুনর্নির্মাণ হয়। তখন আবার সংযোগের জন্য শাসনগাছা বিদ্যুৎ কার্যালয়কে জানান। বিদ্যুৎ কার্যালয় থেকে প্রিপেইড মিটার নেওয়ার কথা বলা হয়। তাতে আমরা আপত্তি করি। “অগাস্ট মাসে...