দক্ষিণ-পূর্ব এশিয়ার দরিদ্রতম দেশগুলোর একটি পূর্ব তিমুর। সংসদ সদস্যদের জন্য বিলাসবহুল গাড়ি কেনার পরিকল্পনার প্রতিবাদে দেশটিতে দ্বিতীয় দিনের মতো পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। দেশের প্রেসিডেন্ট সহিংসতার বিরুদ্ধে কঠোর সতর্কতা জারি করেছেন।মঙ্গলবার রাজধানী দিলিতে বিক্ষোভকারীরা সংসদ ভবনের কাছে টায়ার ও একটি সরকারি গাড়ি পুড়িয়ে দেয় এবং পুলিশের দিকে পাথর নিক্ষেপ করে।পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে জবাব দেয়। দুই হাজারের বেশি বিক্ষোভকারী জাতীয় সংসদের সামনে জড়ো হয় এবং প্রতিটি সংসদ সদস্যের জন্য টয়োটা প্রাডো এসইউভি কেনার পরিকল্পনার বিরোধিতা করে। বিক্ষোভকারীরা বেশিরভাগই রাজধানীর বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বিক্ষোভকারীরা ‘চোরদের থামাও’ লেখা ব্যানার বহন করে সরকারের প্রতি আহ্বান জানায়।৩৪ বছর বয়সী কর্মী ডোমিঙ্গোস ডি আন্দ্রেড মঙ্গলবার সাংবাদিকদের বলেন, ‘আমরা চাই গাড়ি কেনার সিদ্ধান্ত বাতিল করা হোক। এই সিদ্ধান্ত জাতীয় সংসদের সভাপতির নেওয়া উচিত।’সোমবারও একই ধরনের বিক্ষোভ...