‘পিএলওএস ওয়ান’ সাময়িকীতে প্রকাশিত সাম্প্রতিক গবেষণায় জানানো হয়- এর ফলে ‘হেমোরয়েডস’ হওয়ার ঝুঁকি বাড়ে, যেটা অর্শরোগ বা পাইলস হিসেবে পরিচিত। এই রোগ হওয়ার কারণ হল- অতিরিক্ত চাপের কারণে মলনালী ও মলদ্বারের গুচ্ছখানেক রক্তনালী বা শিরা ফুলে প্রসারিত হয়ে যায়। ফলে হয় চুলকানি, অস্বস্তি, ব্যথা ও রক্তপাত। গবেষণার জ্যেষ্ঠ গবেষক গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট এবং বস্টনের ‘গাট-ব্রেইন রিসার্চ ইন্সটিটিউট’য়ের পরিচালক ডা. ট্রিশা প্যাসরিচা মন্তব্য করেন, “গবেষণাটি অনেকদিনের সন্দেহের সুনির্দিষ্ট প্রমাণ প্রদান করে যে- মানুষ যখন ফোন নিয়ে বাথরুমে যায় তখন সময়ের হিসাব হারিয়ে ফেলে।” ‘স্ক্রল’ করার অভ্যাসটাই স্বাস্থ্যের বারোটা বাজাচ্ছে সিএনএন ডটকম’য়ে প্রকাশিত এক প্রতিবেদনে ডা. প্যাসরিচা আরও বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাপগুলো আমাদের মনোযোগ সরিয়ে রাখে, আর সময়ের হিসাব রাখতে আমরা ভুলে যাই- অ্যালগারিদমগুলো সেভাবেই তৈরি করা। আর এখন বুঝতে পারছি স্মার্ট ফোন...