কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে আব্দু রহমান নামের এক ব্যক্তির বড়শিতে ধরা পড়েছে ৬৫ কেজি ওজনের বিশাল একটি ভোল মাছ। মাছটি কেটে কেজি প্রতি ৫০০ টাকা করে বিক্রি করে দেয়া হয়। মঙ্গলবার সকাল ৭টার দিকে সেন্টমার্টিন দ্বীপের ডেইলপাড়াস্থ ঠোঁটের মাথার উত্তর পাশে সাগরে আব্দু রহমানের বড়শীতে মাছটি উঠে আসে।আব্দু রহমান বলেন, সেন্টমার্টিন দ্বীপের উত্তরপাশে ডেইলপাড়া পাথুরে সৈকত সংলগ্ন সাগরে অগভীর পানিতে বড়শি পেতে ছিলেন তিনি। এ সময় সুতায় টান পড়লে বড়শি গুটিয়ে তীরে টেনে নিয়ে এলে বিশালাকায় ভোল মাছটি উঠে আসে। পরে সমুদ্রের বালিয়াড়ি লোকজন ভিড় করে, আর সেখানেই মাছটি কেটে প্রতি কেজি ৫০০ টাকা করে বিক্রি করে দেয়া হয়। পুরো মাছটি বিক্রি করে ৩২ হাজার ৫০০ টাকা পেয়েছি। Your email address will not be published.Required fields are marked* কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে...