রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ফেরি চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। পদ্মা নদীতে তীব্র স্রোত ও ঘাট বন্ধ হয়ে যাওয়ায় শত শত যানবাহন ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে বাধ্য হচ্ছে। এতে ঘাট এলাকায় প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে দৌলতদিয়া জিরো পয়েন্ট থেকে ক্যানালঘাট পর্যন্ত সরেজমিনে দেখা যায়, দুই সারিতে দাঁড়িয়ে আছে প্রায় পাঁচ শতাধিক গাড়ি। যাত্রী ও পরিবহন শ্রমিকদের দীর্ঘ অপেক্ষার কারণে ভোগান্তি চরমে পৌঁছেছে। লোকাল বাসের যাত্রী জসিম উদ্দিন অভিযোগ করে বলেন, “এক ঘণ্টারও বেশি সময় ধরে ফেরিঘাটে আটকে আছি। ছোট বাচ্চা নিয়ে প্রচণ্ড রোদে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। যাত্রীসেবার কোনো ব্যবস্থা নেই।” কুষ্টিয়া থেকে আসা ট্রাকচালক নুরুল ইসলাম জানান, “ট্রাকে নষ্ট হওয়ার মতো পণ্য রয়েছে। দীর্ঘ সময় ধরে আটকে থাকায় বড় ধরনের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।”...