এ সময় সংবাদ সম্মেলনে নেতার বলেন, প্রায় সাড়ে ৪ মাস বন্ধ থাকার পর চলতি বছরের ১৪ আগস্ট সোনামসজিদ স্থলবন্দর দিয়ে কয়েকজন আমদানিকারককে ৫০ মেট্রিক টন করে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হলেও মাত্র দুই দিন পরে আবারও অনুমতি দেওয়া বন্ধ করা হয়। কিন্তু, সম্প্রতি আদালতের মাধ্যমে রিট করে পেঁয়াজ আমদানির আইপি দেওয়া হয়েছে। এতে মাত্র কয়েকজন ব্যবসায়ীর হাতে জিম্মি হয়ে পড়বে পেঁয়াজ আমদানি কার্যক্রম। অর্থাৎ, সিন্ডিকেট প্রথা চালুর একটি অশুভ লক্ষণ প্রচলিত হতে যাচ্ছে আমদানিতে। ফলে, এর প্রভাব পড়বে পেঁয়াজের বাজারে। এ জন্য পেঁয়াজের আইপি উন্মুক্ত করে দেওয়ার দাবি জানান তারা। আমদানিকারকরা দাবি করেন, আমদানি বন্ধ হয়ে যাওয়ায় পেঁয়াজের দাম ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে, আদালতের মাধ্যমে কয়েকজনকে আইপি দিলে সরকারের আমদানির উদ্দেশ্য সফল হবে না। উল্টো আইপি উন্মুক্ত...