১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫০ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫১ পিএম জাতীয় স্বার্থের বাইরে গিয়ে পিআর পদ্ধটিতে নির্বাচন চাইলে সেটা ভয়ংকর পরিণতি ডেকে আনবে বলে সতর্ক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে নিজ বাসায় সমসাময়িক ইস্যুতে কথা বলার সময় এ সতর্কবার্তা দেন তিনি। বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা কয়েক দলের ডাকা যুগপৎ আন্দোলনের কর্মসূচি প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, যারা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে, তাদের দাবি জুলাই সনদ বাস্তবায়ন। বাস্তবায়নের প্রক্রিয়াটি আলোচনাধীন। এমন সময় আন্দোলন করা কতটা উচিত, সেটা জনগণ দেখবে। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক হীন উদ্দেশ্যে বা কিছু আসন বেশি পাওয়ার লোভে জাতীয় স্বার্থের বাইরে গিয়ে কেউ যদি পিআর চায়, সেটা ভয়ংকর পরিণতি ডেকে আনবে। এরপর মাঠের জবাব মাঠে দেওয়া...