চীনের শীর্ষ হটপট চেইন রেস্তোরাঁ হাইদিলাও-এর এক শাখার স্যুপের পাত্রে প্রস্রাব করায় দুই কিশোরকে ২২ লাখ ইউয়ান (প্রায় ৩ লাখ ৯ হাজার ডলার) ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছে দেশটির একটি আদালত। ঘটনাটি ঘটে গত ফেব্রুয়ারিতে, সাংহাইয়ে অবস্থিত এক শাখায়। ১৭ বছর বয়সী দুই কিশোর মদ্যপ অবস্থায় রেস্টুরেন্টের ব্রথ বা স্যুপের পাত্রে প্রস্রাব করে এবং সেই ভিডিও অনলাইনে পোস্ট করে। ভিডিওটি ভাইরাল হলে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। যদিও ওই দূষিত স্যুপ কেউ খেয়েছে বলে কোনো প্রমাণ মেলেনি, তবুও হাইদিলাও ঘটনার পরপরই সংশ্লিষ্ট শাখায় খাওয়া কয়েক হাজার ক্রেতাকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেয়। মার্চ মাসে হাইদিলাও আদালতে প্রায় ২ কোটি ৩০ লাখ ইউয়ান ক্ষতিপূরণ দাবি করে, যা গ্রাহকদের ক্ষতিপূরণ বাবদ তাদের ব্যয়ের ভিত্তিতে হিসাব করা হয়েছিল। গত শুক্রবার সাংহাইয়ের একটি আদালত রায় দেন...