সাতক্ষীরার তালায় বেসরকারি সংস্থা উত্তরণের ল্যান্ডওয়াটার প্রকল্পের পক্ষ থেকে কমিউনিটি পর্যায়ে ছাগল, হাঁস-মুরগি, সেলাই মেশিন এবং মাছ ও মুদি ব্যবসার জন্য বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে তালা সদর ইউনিয়নের আটারই গ্রামের জে.এন.এ দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার। উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। উত্তরণ কর্মকর্তা দিলীপ সানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- তালা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মাছুম বিল্লাহ, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডা. মাহমুদুল হক, তালা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, ইউপি সদস্য বায়জিত হোসেন, মাদ্রাসার সভাপতি মাওলানা আব্দুর রহিম, সাবেক সভাপতি ও প্রাক্তন প্রধান শিক্ষক গাজী এখলাছুর রহমান, মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল হালিম, সহ-সুপার মাওলানা কবিরুল ইসলাম,...