চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মাদক মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আবদুল ওদুদ। দণ্ড পাওয়া পলাশ কর্মকার (৩০) সদর উপজেলার নয়নশুকা কামারপাড়ার প্রভাতের ছেলে। মামলার বরাতে পিপি আবদুল ওদুদ বলেন, ২০২০ সালের ২৪ মার্চ গোপন খবর পেয়ে উপজেলার বড়িয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫৪০ গ্রাম হেরোইনসহ পলাশকে আটক করে র্যাব। এ ঘটনায় র্যাবের এসআই আব্দুল মোমিন বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন বলে জানান তিনি। তদন্ত শেষে সদর থানার এসআই...