দেশে পরিবেশবান্ধব রান্নার প্রসারে আরএফএল ইলেকট্রনিক্স লিমিটেডের রিটেইল চেইন ভিশন এম্পোরিয়ামের সঙ্গে একটি চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এই চুক্তির আওতায় ব্র্যাক ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকরা জ্বালানি-সাশ্রয়ী হোম অ্যাপ্লায়েন্স কেনাকাটায় বিশেষ সুবিধা উপভোগ করবেন, যা তাদের পরিবেশবান্ধব পণ্য ব্যবহারে উৎসাহিত করবে। এই উদ্যোগের ফলে ব্র্যাক ব্যাংক ক্রেডিট কার্ডহোল্ডাররা দেশের বিভিন্ন জেলায় ভিশন এম্পোরিয়ামের শোরুম থেকে ভিশন ইনডাকশন কুকার, ইনফ্রারেড কুকার ও রাইস কুকার কিনলে ১৫ শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন। এই অফারটি আগামী ৩১ অক্টোবর ২০২৫ পর্যন্ত চলবে। ইনডাকশন ও ইনফ্রারেড কুকারগুলো প্রচলিত রান্নার পদ্ধতির চেয়ে অধিক নিরাপদ, পরিচ্ছন্ন ও কার্যকর হওয়ায় এর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। এই আধুনিক ও জ্বালানি সাশ্রয়ী অ্যাপ্লায়েন্স ব্যবহারে গ্রাহকদের উৎসাহিত করতে ব্র্যাক ব্যাংক এই উদ্যোগ নিয়েছে, যা গ্রিন ব্যাংকিংয়ের প্রতি ব্যাংকটির অঙ্গীকারের প্রতিফলন। এ বিষয়ে ব্র্যাক...