গাজা শহরে একটি বর্ধিত স্থল অভিযান (হামলা) শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ফিলিস্তিনি ভূখণ্ডের বৃহত্তম শহরটিতে ধীরে ধীরে এই আক্রমণ শুরু করা হয়েছে, যা ইতোমধ্যেই ব্লকের পর ব্লক ধ্বংস করে দিয়েছে। এখনো শহরে থাকা বাসিন্দাদের দ্রুত দক্ষিণে সরে যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে। এই হামলা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার আরও একটি নতুন মাত্রা যোগ করেছে। কয়েক মাসের কূটনৈতিক প্রচেষ্টা সত্ত্বেও সম্ভাব্য যুদ্ধবিরতি এখন আরও নাগালের বাইরে চলে যাচ্ছে। ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো বলছে, এই অভিযান শেষ হতে কয়েক মাস সময় লাগতে পারে। একজন ইসরায়েলি সামরিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, গাজা সিটি অভিযানের ‘মূল পর্যায়’ শুরু হয়েছে। সৈন্যরা শহরের উপকণ্ঠ থেকে কেন্দ্রস্থলের দিকে অগ্রসর হচ্ছে। অভিযানের আগে থেকেই শহরটিতে ব্যাপক বিমান হামলা চালানো হয়। সামরিক বাহিনীর অনুমান, গাজা শহরের...