রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম ২৫টি গ্রামে ইদুর বন্যায় জুমের ফসল নষ্ট হয়ে যাওয়ায় খাদ্য সংকট দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত এসব গ্রামের পরিবারগুলোর মধ্যে খাদ্য সহায়তা প্রদান করছে জাবারাং কল্যাণ সমিতি। মঙ্গলবার খাদ্য প্যাকেজ বিতরণের প্রথম ধাপে শিয়ালদাইলুই পাড়া, ৯ নং নতুন পাড়া, ৮ নং ছড়া নতুন পাড়া ও ৯ নং ত্রিপুরা পাড়া থেকে মোট ৫২ পরিবারের নিকট সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। প্রতি পরিবারকে প্যাকেজের আওতায় ৬০ কেজি চাউল, ১ কেজি ডাল, ২ কেজি লবণ, ২ লিটার সয়াবিন তেল এবং ৫০০ গ্রাম সিদোল শুটকি প্রদান করা হয়েছে। বিতরণ অনুষ্ঠান জাবারাং কল্যাণ সমিতির প্রোগ্রাম ডিরেক্টর বিনোদন ত্রিপুরার উপস্থাপনায় এবং প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য কার্বারী প্রতিনিধি ভুবন ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাজেক ইউনিয়ন পরিষদের সদস্য অনিত্য ত্রিপুরা ও মন্টু কুমার ত্রিপুরা,...