মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত দেওয়ান মামুদ (৬০) ব্যবসায়ী সদর ইউনিয়নের গদা উচাপাড়া গ্রামের মৃত বাচ্ছা মামুদের ছেলে। স্থানীয়রা জানান, সোমবার রাত ১০টায় পশু হাসপাতাল মোড়ে কেশবা শান্তপাড়ার মিলন ও বাদশার মধ্যে কলহ সৃষ্টি হয়। দোকান বন্ধ করে সবজি ব্যবসায়ী ওই বৃদ্ধ বাজার থেকে বাড়ি ফেরার পথে সেখানে কলহ থামানোর চেষ্টা চালায়। এ সময় ধাক্কা লাগায় তিনি পাকা রাস্তায় পড়ে গিয়ে আহত হলে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডা. আসমা আক্তার রাবু জানান, হেড ইনজুরির কারণে তার নাক-মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। এজন্য রোগীকে রংপুর মেডিকেলে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু রোগীর লোকজন সেটা করেননি। কিশোরগঞ্জ থানার ওসি আশরাফুল ইসলাম জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার...