ফরিদপুর-৪ আসন বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় বিক্ষোভ-অবরোধ শনিবার পর্যন্ত স্থগিত করা হয়েছে। ফরিদপুর জেলা প্রশাসকের অনুরোধে আন্দোলনকারীদের পক্ষে উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম এ ঘোষণা দেন। দুপুর ১টার দিকে ভাঙ্গা কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদের সামনে আয়োজিত এক শান্তিপূর্ণ মিছিল শেষে এ ঘোষণা দেওয়া হয়। এর পর থেকে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়ে যায়। তবে জনগণের নিরাপত্তা স্বার্থে বিভিন্ন মহাসড়কের পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করেছেন। এর আগে সকাল থেকে মহাসড়কে ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমাণ র্যাব বিজিবি, পুলিশ মোতায়েন রয়েছে। তবে এলাকার পরিবেশ থমথমে ভাব বিরাজ করছে। সোমবার দুটি থানা ও উপজেলা পরিষদ ভাঙচুরের পর নড়েচড়ে বসেছে প্রশাসন। সোমবার রাতে ঢাকা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম মল্লিকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ভাঙ্গা থানা পরিদর্শন করেন। রাত ১২টার দিকে এক...