তারা বলেন, ‘২৮ আগস্ট কোনো অংশীজনের সঙ্গে আলোচনা ছাড়াই তড়িঘড়ি করে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে স্থানীয় সরকার আইন (সিটি করপোরেশন) অধ্যাদেশ নং ৪৫, ২০২৫ সংশোধন করা হয়েছে। যার মাধ্যমে স্থানীয় সরকারের অধীন সিটি করপোরেশগুলো ব্যাটারিচালিত যানবাহনকে স্বল্পগতি যানবাহন আখ্যা দিয়ে ব্যাটারিচালিত যানবাহন চলাচলে অনুমোদন বা লাইসেন্স প্রদান করতে পারবে। এই নীতিমালা ব্যাটারিচালিত যানবাহন বান্ধব নয়। এটি পুরোটাই আমলা নির্ভর, কতিপয় ব্যবসায়িক ও গোষ্ঠী স্বার্থে এটি করা হয়েছে। যে কারণেই তড়িঘড়ি বা গোপনীয়তা বা গোপনীয়তা রক্ষা করা হচ্ছে।’সমাবেশে বক্তারা বলেন, ‘কোনো প্রাতিষ্ঠানিক আয়োজন, দক্ষ ও বিশেষজ্ঞ জনবল ছাড়াই এখতিয়ার বহির্ভূতভাবে সিটি করপোরেশনকে বিআরটিএ কাজে লিপ্ত করার এই গণবিরোধী সিদ্ধান্ত, স্থানীয় সরকার আইন (সিটি করপোরেশন) সংশোধন বাতিল করতে হবে। সিটি করপোরেশন এলাকায় সব ওয়ার্ডে তথাকথিত রিকশা চালক মালিকের নিবন্ধন প্রক্রিয়া বন্ধ করতে হবে।...