বিএসসি ইঞ্জিনিয়ারদের ঘোষিত তিন দফা দাবির প্রতিবাদে গাজীপুরের দুটি পৃথক স্থানে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করছেন ডিপ্লোমা প্রকৌশলীরা। এর ফলে ঢাকা থেকে ছেড়ে যাওয়া ও ঢাকাগামী অন্তত চারটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে গাজীপুর মেট্রো থানার পাশে ঢাকা-ময়মনসিংহ রেল সড়কে ও ঢাকা-টাঙ্গাইল-রাজশাহী রেল সড়কে তিতাস গ্যাস এলাকার মাঝির খোলা নামক স্থানে তারা এই অবরোধ সৃষ্টি করে। অবরোধকারী ডিপ্লোমা প্রকৌশলীরা জানান, উপসহকারী প্রকৌশলীর পদ নিয়ে বিএসসি ইঞ্জিনিয়াররা তাদের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র করছেন। ডিপ্লোমা প্রকৌশলীদের...