জাপানের অ্যানিমে সিরিজের কদর রয়েছে বিশ্বজুড়ে। আর এই সিরিজের ভীষণ জনপ্রিয় একটি ফ্রাঞ্চাইজি ‘ডেমন স্লেয়ার’।২০২০ সালে মুক্তি পাওয়া এই ফ্রাঞ্চাইজির ‘মুগেন ট্রেইন’ সিনেমাটি আশাতীত সাফল্য পায়। জাপানের সিনেমার ইতিহাসে সর্বোচ্চ আয়ের রেকর্ড করে। এরপর আরও দু’টি সিনেমা মুক্তি পায়। আগের সিনেমার সাফল্যের পথ ধরে সেগুলোও ভালো ফলাফল বয়ে আনে। এবার পর্দায় আসছে নতুন সিনেমা ‘ডেমন স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা দ্য মুভি: ইনফিনিটি ক্যাসেল’। এটি জাপানে মুক্তি পেয়েছে গেল ১৮ জুলাই। যুক্তরাষ্ট্র, কানাডা, ভারতসহ বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে ১২ সেপ্টেম্বর। বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি মুক্তি পেয়েছে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর)। ‘ডেমন স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা দ্য মুভি: ইনফিনিটি ক্যাসেল’ হলো বিশ্বজুড়ে প্রশংসিত অ্যানিমে সিরিজ ডেমন স্লেয়ারের একটি আসন্ন চলচ্চিত্র ট্রিলজির প্রথম কিস্তি। এটি মাঙ্গার ইনফিনিটি ক্যাসল আর্কের ওপর ভিত্তি করে তৈরি, যেখানে...