আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নাটোরের আলাইপুরে জেলা বিএনপি কার্যালয়ে কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় জেলা ছাত্রদল কর্মী শেখ রিফাদ মাহমুদকে ছাত্রদলের পক্ষ থেকে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দুলু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার মধ্যেই উল্লেখ আছে আগামী দিনে দেশের শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ। যা নতুন প্রজন্মকে শিক্ষিত করে পৃথিবীর মানচিত্রে এই দেশকে মাথা উঁচু করে দাঁড়াতে সহায়তা করবে। সেইসাথে আত্মনির্ভরশীল জাতি হিসেবেও নিজেদের দাঁড় করাবে। দুলু আরও বলেন, ভারত, ঘানা, নাইজেরিয়া ও কেনিয়ার ৫ প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে নাটোরের ছাত্রদলকর্মী রিফাদ মাহমুদ আগামী তিন বছরের জন্য কমনওয়েলথ সেক্রেটারিয়েটের ছাত্র বিষয়ক অফিসিয়াল সংস্থা কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েনের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। এটা দেশের জন্য...