মৌলভীবাজার সদরে তুচ্ছ বিষয় নিয়ে স্কুলের বন্ধুদের মধ্যে তর্ক ও মারামারিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মারধরের অভিযোগ ওঠেছে স্থানীয় ছাত্রদল কর্মীর বিরুদ্ধে। এতে ১২ শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মনুমুখ ইউনিয়নের সাধুহাটি আব্দুল বারী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মৌলভীবাজার মডেল থানায় লিখিত অভিযোগ করেছে আহত এক শিক্ষার্থীর পরিবার। অভিযুক্ত এরশাদ মিয়া (৩৫) পূর্ব সাধুহাটি গ্ৰামের সাবেক ইউপি সদস্য মৃত ইছমাইল মিয়ার ছেলে। তিনি স্থানীয় ছাত্রদল কর্মী বলে জানা গেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব চলছিল। এরই ধারাবাহিকতায় সোমবার বিকেলে বিদ্যালয়ের সামনে রাস্তার ওপর বন্ধুদের মধ্যে তর্কের জেরে মারামারি হয়। এসময় এরশাদ মিয়া নামে একজন এক শিক্ষার্থীর মামা পরিচয়ে হাতে কাঠের রোল নিয়ে বিদ্যালয়ে ঢোকেন।...