১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৯ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৯ পিএম রাজশাহীতে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) কর্তৃক স্থাপিত প্রিপেইড মিটার বাতিলসহ তিন দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী সচেতন নাগরিক সমাজের ব্যানারে মঙ্গলবার দুপুরে নগরীর হেতেমখাঁ এলাকায় নেসকো কার্যালয়ের সামনে এ মানববন্ধন হয়। এতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। আন্দোলনকারীদের দাবিগুলো হলো—ডিজিটাল প্রিপেইড মিটার স্থাপন বন্ধ করতে হবে, ৫০ থেকে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতের একই মূল্য নির্ধারণ করতে হবে এবং গ্রাহকদের কাছ থেকে নেওয়া ডিমান্ড চার্জ বাতিল করতে হবে। তারা বলেন, ডিজিটাল প্রিপেইড মিটার সাধারণ মানুষের জন্য ভোগান্তির সৃষ্টি করছে। এটি জনদুর্ভোগ ও জনবিরোধী সিদ্ধান্ত। রাজশাহীতে সরকারি অফিসে পোস্টপেইড মিটার চালু থাকলেও সাধারণ মানুষের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে প্রিপেইড মিটার। এতে ভোগান্তি...