বরিশাল:রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে পরিবহণের যাত্রীবেশে কৌশলে ল্যাগেজে ভর্তি করে অবৈধ কারেন্ট জাল আমদানি চক্রের এক সদস্যকে বিপুল পরিমাণ কারেন্ট জালসহ আটক করা হয়েছে।ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বরিশালের হিজলা উপজেলার বড় জালিয়া এলাকার খুন্না বাজার সংলগ্ন এলাকায়।তথ্যের সত্যতা নিশ্চিত করে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম জানিয়েছেন-গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকা থেকে আসা ল্যাগেজ পার্টির এক সদস্যকে আটক করা হয়। এ সময় তার সাথে থাকা ব্যাগ থেকে বিশেষ কায়দায় আনা ৩৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।আটককৃত সাইদুল ইসলাম (৩০) ওই এলাকার সোমেদ রাড়ীর ছেলে। তাকে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম আরও জানিয়েছেন-উপজেলার একটি চক্র সম্প্রতি সময়ে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে যাত্রীবেশে...