নিউইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি একটি টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন, এই শহরের পেনশন তহবিলের ইসরায়েলি বন্ডে বিনিয়োগ করা উচিত নয়, কারণ ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। গত সপ্তাহে সিবিএস নিউইয়র্ককে দেওয়া এক সাক্ষাৎকারে সাংবাদিক মারসিয়া ক্রেমারের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। ক্রেমার তাকে জিজ্ঞাসা করেছিলেন যে, মেয়র হলে তিনি কি শহরের পেনশন তহবিলের দায়িত্বে থাকা কর্তৃপক্ষকে ইসরায়েলের সঙ্গে ব্যবসা করা প্রতিষ্ঠান বা ইসরায়েলি বন্ড থেকে বিনিয়োগ সরাতে বলবেন কিনা। নিউইয়র্ক সিটি ঐতিহাসিকভাবে এই দুটি ক্ষেত্রেই বড় অঙ্কের বিনিয়োগ করে আসছে। জবাবে মামদানি বলেন, ‘আমি মনে করি, আন্তর্জাতিক আইনভঙ্গের কাজে আমাদের কোনো তহবিলের জড়িত থাকা উচিত নয়।’ তিনি আরও বলেন যে, বর্তমান সিটি কম্পট্রোলার ব্র্যাড ল্যান্ডার ইসরায়েলি বন্ড নিয়ে সঠিক পদক্ষেপ নিয়েছেন। মামদানি বলেন, 'আমি মনে করি,...